ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৩০ জুন) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- জাদিমোড়া ২৭ নং ক্যাম্পের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে রহমত উল্লাহ (৩০), তার ভাই সালামত উল্লাহ (২২) এবং মোহাম্মদ হোসেন (১৬)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা সন্ত্রাসী হাসেম উল্লাহ ও আজিম উল্লাহর গ্রুপ কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশি হাবিব উল্লাহর পরিবারের ওপর অস্ত্র, ধারালো কিরিস নিয়ে হামলা করে। তাদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন হাবিবের তিন সন্তান। পরে এপিবিএন ও পুলিশের সহায়তা তাদের প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।


বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ভোরে কয়েকজন সন্ত্রাসী একটি পরিবারের ওপর গুলি বর্ষণ করে। এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যারা এ হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

ads

Our Facebook Page